গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নে নোয়াই গ্রামের ঢাকাফেরত করোনা আক্রান্ত এক যুবক (২২) এখন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসোলেশন সেন্টারে তাঁর চিকিৎসা চলছে। তার করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তাঁর বসতবাড়িটি লকডাউন ঘোষণা করে দেয় স্থানীয় প্রশাসন। সেই করোনা আক্রান্ত যুবকের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্যাকেটকরণ ‘ভালোবাসার উপহার’ পৌছে দিয়েছেন বিয়ানীবাজার ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ জিসান।

শুক্রবার (১৫ মে) বিকালে ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ জিসান ‘ভালোবাসার উপহার’ নিয়ে হাজির হন করোনা আক্রান্ত ওই যুবকের বাড়িতে এবং ওই পরিবারের সদস্যদের অভয় দেন, ‘আপনাদের ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি। যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদের পাশে এসে দাড়াবো।’

উপহারসামগ্রী মধ্যে ছিল- জীবাণুনাশক সাবান, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এবং নানা ধরনের খাদ্যসামগ্রী। ওই পরিবারের পক্ষে উপহারের প্যাকেটটি গ্রহণ করেন বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক আবিদ হুসাইন রাফি, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম রাব্বি প্রমুখ।

মাহবুব হোসেন আজাদ জিসানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দেবারাই গ্রামে। তিনি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিজ উদ্যোগে ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ জিসান এ উপহারসামগ্রী পাঠিয়েছেন জানিয়ে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে করোনায় আক্রান্ত ওই রোগীর পরিবারের কাছে আমার সাধ্যমতো কিছু উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। তাদের জন্য আমার এ ধরনের সহেযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১ মে রাতে গোলালাগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নোয়া পাড়া গ্রামে ৩০ বছর বয়সী এক যুবকের প্রথম করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলায় মোট ৭জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-