ফ্রান্সের প্যারিস যুব কাউন্সিলরদের অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক নয়ন এনকে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি তিনি ১৯তম অ্যারোন্ডিসমেন্টে
প্যারিস যুব কাউন্সিলর অ্যাম্বাসেডর পদে মনোনীত হন।

ফরাসি মূলধারার রাজনীতিবিদ ও সমাজকর্মী নয়ন এনকে ২০২১ সালে প্যারিস শহরের ইয়ুথ কাউন্সিলর নির্বাচিত হন। এরআগে ২০২০ সালে ফ্রান্সের এসোন বিভাগের Val d’Yerres Val de Seine Agglomération-এর কাউন্সিলর অব ডেভেলপমেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

নয়ন এনকে প্রথম কোন বাংলাদেশি যিনি ২০২১ সালে ফ্রান্সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং একই সালে ইলদ্য ফ্রঁসের আঞ্চলিক নির্বাচনে অংশ নেন। কেবল তাই নয়, উপজেলা ও আঞ্চলিক নির্বাচনে দলের প্রার্থী সিলেকশনের দায়িত্বেও তিনি নিয়োজিত ছিলেন।

বাংলাদেশি কৃতি সন্তান নয়ন এনকে প্যারিস যুব কাউন্সিলরদের অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় ফ্রান্সে বাঙালি কমিউনিটির মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে। নয়ন এনকে-এর বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। তিনি ২০০২ সালে ফ্রান্সে আসেন। পেশাগত জীবনে তিনি ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

নয়ন এনকে দীর্ঘদিন ধরে ফ্রান্সের ‘লা ফ্রন্সঁ আনসুমিজ’ নামক বামধারার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি অভিবাসী ও প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে “সলিডারিতে অ্যাসি ফ্রঁস” (সাফ) নামক একটি এসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে অধ্যাবধি পর্যন্ত তিনি এ সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মূলত, এ সংগঠনের মাধ্যমে ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিতকরণ বিষয়ক আন্দোলনে বাংলাদেশ ও এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তিনি। এছাড়া সাফ থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে বিনামূল্যে সার্বিক সহযোগিতা ও পরামর্শমূলক সেবা প্রদান করা হয়।

নয়ন এনকে’র প্রতি অভিবাদন জানিয়ে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলাটেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমদ বলেন, ‘ফ্রান্সে বাঙালি কমিউনিটির জন্য এটি আরেকটি প্রাপ্তির সংবাদ। নয়নক এনকে বাঙালিসহ পুরো এশিয়া কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। তার এই অবদান তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নয়ন এনকের মতো আরও যারা ফ্রান্সে কমিউনিটির জন্য কাজ করছেন, আমাদের উচিত তাদের সহযোগিতা করা।’

ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফেডারেশন (এফবিবিএফ)’র সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত শুভ বলেন, ‘এই প্রাপ্তি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দ এবং গৌরবের। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘ফরাসি সোসাইটিতে ধীরে ধীরে আমাদের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহন বাড়ছে, যা সত্যিই প্রশংসনীয়। চলমান এ ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’

প্যারিস যুব কাউন্সিলরদের অ্যাম্বাসেডর নির্বাচিত ও মূলধারার রাজনীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে নয়ন এনকে বলেন- ‘আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি শিল্প-সাহিত্য সংস্কৃতি আর সভ্যতার অনন্য তীর্থভূমি ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশকে তুলে ধরার প্রয়াস নিয়ে আমি সাধ্যমত কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এখানকার শিক্ষা-সামাজিক, ব্যবসা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা যথেষ্ট এগিয়েছেন। আমাদের এই যাত্রাপথ আরো সুদৃঢ় ও প্রসারিত করতে হবে। এজন্য সকলের সম্পৃক্ততা, ঐকান্তিক প্রচেষ্ঠা এবং ঐক্যবদ্ধতা খুবই জরুরি।’

তিনি জানান, ফরাসি মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত থেকে অভিবাসী ও প্রবাসীদের জীবন মানোন্নয়নের পাশাপাশি বাঙালি কমিউনিটিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তার সমস্ত ইচ্ছেশক্তি কাজে লাগাতে বদ্ধপরিকর থাকবেন। এজন্য তিনি সকলের ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।