বিয়ানীবাজারের পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘বিজ্ঞান নিয়ে লড়বো, আবিষ্কার দিয়ে ভরবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: আব্দুস শুকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন, কাউন্সিলর মিসবাহ উদ্দিন প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্লাবের সভাপতি রেজাউল করিম ও সহ সভাপতি সফিউর রহমান এর যৌথ পরিচালনায় আয়োজিত পুরস্কার বিতরণী স্বাগত বক্তব্য রাখেন জগদীশ চন্দ্র ব্সু বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল হেকিম, সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, সহকারী সেলিম মিয়া, সহকারী শিক্ষক কবির আহমদ, সহকারী শিক্ষক আব্দুল আহাদ, সহকারী শিক্ষক লাকী বেগম, সহকারী শিক্ষক নিপা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত বিজ্ঞান প্রতিযোগীতার অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।