এগিয়ে চলেছে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পঞ্চখন্ড হরগোবিন্দ (পিএইচজি) মডেল উচ্চ বিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্যক্রম। রেজিস্ট্রেশন কার্যক্রমের যোগ হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচ। আজ শনিবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের রেজিস্ট্রেশন কক্ষে রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা।

২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের ফরম পূরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব আব্দুল হাছিব জীবন, রেজিস্ট্রেশন উপ-কমিটির আহবায়ক গৌছ উদ্দিন খাঁন খোকা ও যুগ্ম-আহবায়ক সালেহ আহমদ শাহিনের হাতে তাদের ফরম হস্তান্তর করেন।

এসময় বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ, কবির আহমদ, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল আরাফাত, রাইসুল ইসলাম, মোঃ আকবর হোসেন, ফেরদৌস হাসান রাসেল, মোঃ কাওছার হামিদ, মোঃ কয়ছর আহমদ, মোঃ জাবির আহমদ, সাকির আহমদ, মাকসুদ হোসেন মনি, রনি কর, আব্দুল আজিজ শরিফ, শফিউল আলম, কামরুল ইসলাম কাশেম, তারেক আহমদ খাঁন, আব্দুল হালিম ও সুফিয়ান আহমদ। ব্যাচের প্রবাসে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বরের মধ্যেই তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন বলে জানান।