বিয়ানীবাজার নিউজ ২৪। ০৬ মার্চ ২০১৭।

আওয়ামী লীগ প্রার্থী চেয়ে দ্বিগুণ ভোটের এগিয়ে থাকলেও বিএনপি’র ধানের শীষ প্রতীকের কাছে পরাজয় মেনে নিতে হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু। ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ৫২ কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ময়নুল হক চৌধুরী।

৫১টি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ময়নুল হক চৌধুরী পেয়েছেন ১৯,৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু পেয়েছেন ১৭৭০৫। তাদের ভোটের ব্যবধান ১৭৫২।

ভোটের এ ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ময়নুল হক চৌধুরী।

এছাড়া নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৯,৭০৩ ভোট এবং লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ২৩৫২ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমানের চেয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু ৮,০০২ ভোট বেশি পেয়েছেন।

নির্বাচনের এক সপ্তাহ পূর্বে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত হন। এতে আজ নির্বাচনে এর প্রভাব ও উত্তেজনা দুইটি ছিল। শেষ পর্যন্ত বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।