বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সুপরিচিত সামাজিক সেবামূলক সংস্থা পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের ২০২০-২১ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার স্থানীয় এক মিলনায়তনে সংস্থার উপদেষ্টাবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এক সভায় শাহিদুর রহমান জুনেদকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে নতুন ও কার্যকরী কমিটি গঠিত হয়।

সাহিদুল হকের উপস্থাপনায় এবং হাফিজুর রহমানের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যকম শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, কামরুল হোসেন এনাম,ইমন আহমদ, নাহিদ হোসেন ।

সংস্থার বিগত ২০১৯-২০ সেশনের আয় ব্যায়ের হিসেব তুলে ধরেন শাহিদুর রহমান জুনেদ। এরপর উপদেষ্টাদের বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শফিক উদ্দিন ও ফারুক উদ্দিন।

সংস্থার সভাপতি এইচ এম ফয়ছল আহমদ বর্তমান কমিটি বিলুপ্তি করেন এবং আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে উপদেষ্টাগণ নতুন কমিটি গঠন ও অনুমোদন দেন।

নতুন কমিটির অন্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- কামরুল হোসেন এনাম (সহ সভাপতি), সাহিদুল হক (সহ সভাপতি), ইমন আহমদ (সহ সভাপতি), নাহিদ হোসেন (সহ সাধারণ সম্পাদক), সাইদুল ইসলাম (সহ সাধারণ সম্পাদক), হাফিজুর রহমান (সহ সাধারণ সম্পাদক), কবির আহমদ-২ (সাংগঠনিক সম্পাদক), আবজল হোসেন (সহ সাংগঠনিক সম্পাদক), কামরুল আহমদ (সহ সাংগঠনিক সম্পাদক), সাজু আহমদ (সহ সাংগঠনিক সম্পাদক), কবির আহমদ-১ (ক্রিড়া সম্পাদক), ফয়ছল আহমদ-২ (সহ ক্রিড়া সম্পাদক), আলী হোসেন (সহ ক্রিড়া সম্পাদক), কউছর আহমদ (ধর্ম বিষয়ক সম্পাদক), কাউছার আহমদ (সহ ধর্ম বিষয়ক সম্পাদক), ইমরান হোসেন (শ্রমিক কল্যাণ), এমাদ আহমদ (সহ শ্রমিক কল্যাণ), রুবেল আহমদ (সহ শ্রমিক কল্যাণ), সাইফুল হোসেন পাভেল (অর্থ সম্পাদক), মুনতাছির আহমদ সাঈদ (সহ অর্থ সম্পাদক), মাজহারুল হক (সহ অর্থ সম্পাদক), রায়েদ আহমদ (ত্রাণ বিষয়ক সম্পাদক), এমাদ উদ্দিন (সহ ত্রাণ বিষয়য়ক সম্পাদক), কবির আহমদ-৩ (অফিস সম্পাদক), আবুল কালাম কিবরিয়া (সহ অফিস সম্পাদক), ফেরদৌস আহমদ রিয়াদ (সহ অফিস সম্পাদক), মাহবুবুর রশিদ (প্রচার সম্পাদক), আব্দুল্লাহ আল মাহীর (সহ প্রচার সম্পাদক), শাহ আলম (সহ প্রচার সম্পাদক), হাবিবুর রহমান (আইটি সম্পাদক), সাব্বির আহমদ (সহ আইটি সম্পাদক), আব্দুল মালিক সুমন (সমাজ কল্যাণ সম্পাদক),ফয়সল আহমদ টিপু(সহ শ্রমিক কল্যাণ সম্পাদক), মারুফ আহমদ (ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক), জিয়াদ বিন মাসুদ আরিফ (সহ ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক), কিবরিয়া আহমদ (সাহিত্য সম্পাদক), জাবির আহমদ (সহ সাহিত্য সম্পাদক), কায়েদ আহমদ বাছির (শিক্ষা সম্পাদক), আব্দুর রহমান (সহ শিক্ষা সম্পাদক), কামিল আহমদ (পরিকল্পনা সম্পাদক), হামিদুর রহমান (সহ পরিকল্পনা সম্পাদক), তানভীর আহমদ (সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক), নাহিদ আহমদ-২ (পাঠাগার বিষয়ক সম্পাদক), আব্দুল্লাহ বিন মাসুদ আসিফ (সহ পাঠাগার সম্পাদক), ছায়েম আহমদ (প্রকাশনা সম্পাদক), মাজেদ আহমদ (সহ প্রকাশনা সম্পাদক), সুযেব আহমদ (সহ প্রকাশনা সম্পাদক), শাফিউর রহমান (স্বাস্থ বিষয়ক সম্পাদক), আরিফ আহমদ (সহ স্বাস্থবিষয়ক সম্পাদক), সুমন আহমদ (তথ্য সম্পাদক), এমরান হোসেন( সহ তথ্য সম্পাদক)।

নতুন ভাইরাসের প্রকোপ, চিকিৎসকের সর্তকবার্তা