বিভিন্ন কোম্পানির পণ্য নকলের দায়ে বিয়ানীবাজারের ইসলাম স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মুফচ্ছিল মার্কেটের ইসলাম স্টোরে অভিযান চালায় র্যাব। এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান।

জানা যায়, ভ্রাম্যমান আদালত নিয়ে মুফচ্ছিল মার্কেটের ইসলাম স্টোরে অভিযান চালায় র্যাব-৯। এ সময় ইসলাম সিটের থেকে নিশিতাসহ বিভিন্ন নামী কোম্পানীর মোড়কজাত পণ্য পাওয়া যায়। মুফচ্ছিল মার্কেটে বিভিন্ন কোম্পানির নামে এসব পণ্য মোড়ক জাত করা হতো। প্যাকেটের গায়ে উৎপন্নের স্থান বিয়ানীবাজার, ঢাকা, যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন শিল্প এলাকার নাম রয়েছে।

পণ্য নকল ও বাজারজাত করার অপরাধে আদালত ইসলাম স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় র্যাব-৯ এর এপিএস পিযুষ দাস, জেলা বিএসটিআই এর সেকেন্ড অফিসার ভারভেজ মিয়া, বিয়ানীবাজার স্যানিটেশন ও ফুঁড় ইনিস্পেক্টর হারুনুর রশিদ প্রমুখ।