পল্লীবিদ্যুতের লাগামহীন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জনতা সড়ক অবরোধ করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরিন মহাসড়কের হেতিমগঞ্জে অংশে স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। এতে অবরোধ স্থলের সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়।

গ্রীষ্ম মৌসুমের শুরুতেই গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণসুরমাসহ সিলেটের বেশ কয়েকটি উপজেলায় বিদ্যুতের তীব্র লোডশেডিং হচ্ছে। এসব উপজেলাসহ গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জনতা সড়ক অবরোধ করেন। অবরোধ স্থলে টায়ার জ্বালানো হয়। এতে যান চলাচল বন্ধ হলে সড়ক ব্যবহারকারি হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে জনতার অবরোধ চলছে।

অবরোধে পড়ে কাওছার আহমদ নামের একজন ফেসবুকে স্ট্যাটাস দেন ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে হেতিমগঞ্জ এ সড়ক অবরোধ।
যার ফলে বিয়ানীবাজার-সিলেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ঘন্টাখানেক থেকে গাড়িতে বসে আসি। কখন সড়ক অবরোধ শেষ হবে। অপেক্ষায়..

আবুল হোসেন তার ফেসবুক টাইম লাইনে লেখেন ‘সারারাত অপেক্ষা করবো এরপরও যদি পল্লীবিদ্যুতের দায়িত্বশীলদের ঘুম ভাঙ্গে’’