বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জামাল হোসেনকে ফের কারাগারে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। নিজু হত্যা মামলার বাকি আসামীদের জামিন মঞ্জুর করেছে আদালত। আজ আদালতে হাজির হয়ে নিজু হত্যা মামলার জামিন প্রাপ্ত সকল আসামী ফের জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত মামলার প্রধান আসামী জামাল হোসেন ছাড়া অন্যদের জামিন মঞ্জুর করেন।

বিয়ানীবাজার নিউজ ২৪কে এ তথ্যটি নিশ্চিত করেছেন একই মামলায় জামিনে থাকা অপর ছাত্রলীগ নেতারা।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত জামাল হোসেনকে একমাসের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। নির্ধারিত সময় শেষ হলে তিনি আদালতে হাজির হয়ে আজ সময় প্রার্থনা করলে আদালত না মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি রাত ১০টায় দক্ষিণ বিয়ানীবাজার সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে ছাত্রলীগ নেতা জামাল ও শ্রমিক নেতা সাবুল আহমদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বন্দুকের গুলিতে প্রাণ হারান কসবা গ্রামের শহরে সবজি ব্যবসায়ী পথচারি নিজু আহমদ। এ ঘটনায় সেলিম আহমদ বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন, কলিম উদ্দিন, সাইদুল ইসলামসহ কয়েকজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।