‘ভাইছাব বালা আছইননি, ঈদ মোবারক’। একদিকে কুশল বিনিময় অন্যদিকে ঈদের শুভেচ্ছা। সিলেটের আঞ্চলিক ভাষায় একে অপরকে ঈদ পুনর্মিলনীতে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসী। গত ২ আগস্ট রাতে নিউইয়র্কের ওজনপার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বারবিকিউ পার্টি।

চলমান করোনা দূর্যোগ পরিস্থিতিতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর ঈদুল আযহাকে উপলক্ষ্য করে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রায় দেড় শতাধিক প্রবাসীর উপস্থিতিতে বেশ প্রাণবন্ত ছিল। বিভিন্ন বয়সের বিয়ানীবাজার উপজেলাবাসীর ব্যাপক উপস্থিতি ঈদ পুনর্মিলনীকে ভিন্নমাত্রায় রূপ দেয়। প্রবাসীরা অনুষ্ঠানে নিজেদের মতো করে স্মৃতি রোমন্থন করেন এবং একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর নুর, বিয়ানীবাজার উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন লোদী, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সাংসদের সাবেক জিএস ফারুকুল হক, সাবেক ছাত্রনেতা গোলাম মর্তুজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, মাথিউরা সমিতি নিউইয়র্কের উপদেষ্টা আকমল হোসেন, জলালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সাহিত্য সম্পাদক শরিফুল হক মঞ্জু, কমিনিউটি নেতা সাবুল আহমদ, বিয়ানীবাজার মহিলা কলেজের সাবেক শিক্ষক জালাল আহমেদ,  বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদ আহমেদ সপু, তরুণ কমিউনিটি এক্টিভিষ্ট ও মূলধারার রাজনীতিবিদ খাইরুল ইসলাম খোকন, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক এ রশিদ রানা, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির কার্যকরী সদস্য শিমুল চৌধুরী, এবি মিডিয়া গ্রুপের সিএফও এম সিন উদ্দিন (আহাদ), সাংবাদিক রাকিব মাহমুদ তাপাদার, মতিন আহমেদ, ওজি উদ্দিন, যুবলীগ নেতা সাব্বির উদ্দিন, সাবেক ছাত্রনেতা ছরওয়ার হোসেন, কামাল আহেদ, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি সেবুল, এ আহাদ স্বপন,  হিরন আহমদ হিরু, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সদস্য সাইফুল আলম,রানা আহমদ, নাসির উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান মুন্না, সাবেক ছাত্রনেতা মুরসেদ আহমদ জুমন, মুফাজ্জল হোসেন, তারেক হোসেন, জাকির হোসেন, মাসুদ আহমেদ, মামুন উদ্দিন, তারেক আহমেদ, মাতাব উদ্দিন, জাকির হোসেন অপু, রেদওয়ান হোসেন, আশরাফ আহমদ, আদনান খান রবি, আওলাদ হোসেন, হাছান খান, খালেদ খান, মাছুম বকসি মুন্না, পারবেজ আহমদ, শিপলু আহমেদ, মুন্না আহমদ, ইমরান হোসেন, আবুল খায়ের, জাফর আহমেদ, সায়দুল ইসলাম, শরিফ আহমদ, রাসেল আহমেদ, সামাদ আহমেদ, রেজাউল ইসলাম রাজেল, ছাহিম লোদী, সেজু আহমদ, শাহ আলম, সুফিয়ান আহমেদ, শাহিন আহমদ, রিমন আহমদ, শাওন আহমদ, কামরুল ইসলাম।

এ অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন রেজাউল আলম অপু, আজহার হোসেন রিফাত, হাফিজ উদ্দিন লোদী, সামছুল আলম শিপলু, জাকারিয়া হক, শুক্কুর আহমদ, জুনাইদ উদ্দিন, সরফ উদ্দিন, সুহেল আহমদ, আলতাফ হোসেন, মোঃ কবির হোসেন, ইমরুল ইসলাম জুয়েল, রেজাউল হাছান আবু।

পুনর্মিলনীতে অংশ্রগ্রহণকারী বা আয়োজক এরা সবাই নিউইয়র্কে বসবাস করেন। সবার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। একই শহরে বসবাস করলেও নিজেদের কাজের ব্যস্ততায় প্রতিদিন সকালে তারা ভিন্ন ভিন্ন কর্মস্থলে ছোটেন। পড়ন্ত বিকেলে যখন আবাসস্থলে ফেরেন তখন আর সবার সঙ্গে দেখা করার সুযোগও থাকে না। তবে একসঙ্গে যে ক’জন থাকেন তাদের মধ্যে হয়তো যোগাযোগটা নিত্যদিনের। তাছাড়া বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার তিক্ততা কাটিয়ে উঠতে সকলকে সাহায্য করেছে এ পুনর্মিলনীর আয়োজন।

পুনর্মিলনীর আড্ডায় একে অন্যের সাথে কুশল বিনিময় ও মজার মজার স্মৃতি রোমন্থনও করেন। আড্ডায় অনেকেই সমসাময়িক নানা বিষয়াদি ছাড়াও বিয়ানীবাজারের ইতিহাস-ঐতিহ্য, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনায় মেতে উঠেন।

মধ্যরাতের আগে একসময় আড্ডা ভাঙে। সমাপ্তি ঘটে পুনর্মিলনীর সংক্ষিপ্ত আয়োজনের। সবাই যার যার মতো করে ফিরে যান নিজ আবাসস্থলে। পরদিন আবার শুরু হয় কর্মযজ্ঞ। এভাবেই চলে নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের দিনমান।

আড্ডা শেষে এরকম অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান ঈদ পূণর্মিলনীতে অংশগ্রহণকারী সকলেই। আয়োজকরাও জানান, দীর্ঘদিন ঘরবন্দি থাকা তিক্ততা কাটাতে কিংবা কর্মব্যস্ততার মধ্যে সকলকে নিয়ে একটি দিন নির্মল আনন্দে কাটবে এ প্রত্যাশায় আমরা এ আয়োজন করেছি। তারা এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোলাপগঞ্জে ভারত থেকে আসা ৬১ লক্ষ টাকার মোবাইল আটক, চোরাকারবারিরা এখনো পলাতক