যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈরি আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার এডু্কেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাষ্টের আয়োজনে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। রোববার (১৬ আগস্ট) নিউইয়র্কের ওজনপার্কের দেশী সিনিয়র সেন্টারে ট্রাষ্টের এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে বার্ষিক বনভোজনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক ও জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি বদরুন খান মিতা। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক, নিউইয়র্ক সিটি কাউন্সিল ২০২১ নির্বাচনে ব্রুকলিন ডিস্ট্রিক্ট ৩৭ থেকে কাউন্সিলম্যান পদপার্থী মিছবা আবেদীন।

ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মো. ফাহিম শাকিল অপুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সহ সভাপতি ফয়সল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা খলকুর রহমান, সোনার বাংলা পিপল সার্ভিসের মেনেজিং ডাইরেক্টর ছরওয়ার হোসেন, যুবনেতা রেজাউল আলম অপু, হাসান আহমেদ, জুনেদ আহমেদ, সরোয়ার আহমেদ, সুজন আহমেদ, আল আমিনপ্রমূখ।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নাজির আহমেদ, কামরুল ইসলাম, শরীফ আহমেদ, আহমেদ সালমান, আতিক আহমেদ, মাহফুজ আহমেদ, মো. আল মামুনসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাষ্ট্রের বিগত দিনগুলোর সামগ্রিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন এবং আগামীতেও বিয়ানীবাজারের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সমষ্টিগতভাবে বৃহৎ অবদান রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রবাসী মাছুমের ব্যাতিক্রমী উদ্যোগ