বাঙ্গালীর ভাত ও ভোটের অধিকার আদায়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আত্মদানকারি বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির নাহিদ স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। চারখাইবাজারে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার ত্রিমোহনীতে ঘোষিত নাহিদ চত্বরে এ সৌধ নির্মাণ করা হয়। আজ শনিবার বিকালে নাহিদ চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি শহীদ নাহিদ স্মরণে স্মৃতিসৌধ আনুষ্ঠানিক উন্মোচন করেন।

চারখাই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাহিদ চত্বর উদ্বোধন পরবর্তী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমদ আলী, প্রভাষক আব্দুল খালিক, জেলা যুবলীগের সহসভাপতি আব্দুলবারী, শিক্ষামন্ত্রীর বিশেষ দূত দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, এডভোকেট আব্বাস উদ্দিন, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।