বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর ৬ষ্ট বর্ষপূর্তিতে দিনভর স্বাস্থ্যসেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এর সহযোগিতায় শতাধিক অসহায় বিধবাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে ৬ষ্ট বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের সাবেক সিভিল সার্জন ও বিয়ানীবাজার ক্যান্সার এণ্ড জেনারেল হাসপাতালের উপদেষ্টা ডা। ফয়েজ আহমদ।


বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উপদেষ্টা বুরহান উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, হাসপাতালের কোর্ডিনেটর, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি জাকির হোসাইন খান, চ্যানেল এস’র সিলেট ব্যুরো প্রধান মইন উদ্দিন মঞ্জু, চ্যানেল এস’র সিনিয়র স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, বিয়ানীবাজার জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, নিরাপদ চিকিৎসা চাই আন্দোলনের বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের এমডি এম সাব উদ্দিন, ট্রাস্টি মঞ্জুরুস সামাদ চৌধুরী এবং হাসপাতালের মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসাইন টিপু ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মুড়িয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা