বিয়ানীবাজার নিউজ ২৪। ১০ ফেব্রুয়ারি ২০১৭।

দ্বৈত নাগরিক আইন অবশেষে বর্তমান সরকার সংশোধন, পরিমার্জন এবং সর্বোপুরি প্রবাস বান্ধব করার ঘোষণা দেয়ায় বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতের দায়িত্বশীলরা সরকারের সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। এ উপলক্ষে আরব আমিরাতের স্থানীয় একটি রেস্টুরেন্টে অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রবাস বান্ধন দ্বৈত নাগরিক আইন সংশোধন করায় অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি আরব আমিরাত প্রবাসীরা সরকারের প্রতি চারটি দাবি উত্থাপন করেন।
১, প্রবাসে মৃত্যুবরণকারিকে সরকারিভাবে মরদেহ দেশে প্রেরণ। ২, মধ্য প্রাচ্য প্রবাসীসহ সকল প্রবাসীরা বাংলাদেশ বিমান বন্দরগুলোতে হয়রানি শিকার হন- তা বন্ধ করা। ৩, দূতাবাদ ও কন্সুল্যাট অফিস প্রবাস বান্ধব করে গড়ে তোলা এবং ৪, বিয়ানীবাজার উপজেলা সদরে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করা।

অভিনন্দন সভায় বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহজাহান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি হাজী বদরুল হোসেন, সহ সভাপতি ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আফজাল সাদেকিন (আপলু), সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন ও এম. সুমন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক হুসাইন মাহমুদ আলতাফ, সহ অর্থ সম্পাদক এস,এম, শাহজাহান আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আমিন হাসান খান, সহ সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান, সদস্য জামাল আহমদ, জাবেদ আহমদ, জামিল আহমদ প্রমুখ।