দেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশংকাজনক হারে বাড়ছে। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৬৮৩জন। এই সময়ে মারা গেছে ৫৮জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার আগামী সোমবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে প্রাথমিক পর্যায়ে লকডাউনের এক সপ্তাহের যে সিদ্ধান্ত নেয়া হবে সেটি বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮জন পুরুষ ও ২০জন নারী রয়েছেন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯২১৩জন। ৩ এপ্রিল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ৩৯২তম দিন। আগামী কয়েক সপ্তাহ করোনার প্রাদুর্ভাব অব্যাহত থাকলে পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশংকা করছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার উচিত স্বাস্থ্য সচেতনতা খুবই প্রয়োজন। বিশেষ করে মাক্স ছাড়া কেউ যেন বাইরে বের না হন সেদিকে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন।

সুচিকিৎসার প্রত্যয় নিয়ে বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে নিউ লাইফ জেনারেল হাসপাতাল