তোতা পাখির অনর্গল বাক বিলাপ
বোবা পাখির আকণ্ঠ চিৎকার সুরালাপ
কোটি মজলুমের চিত্তে চেতনার প্রলাপ
নদীর মোহনায় মিশ্রিত ক্লান্ত স্রোতের ছাপ
সবই ছিল মুদ্রার ওপিঠে অঙ্কিত
দেশপ্রেমের জলন্ত কামুকী তাপ।

বারূদের গন্ধে ভারি বাতাসে নিশ্বাসের খিল
‘জয়বাংলা’ ধ্বনি শঙ্খচিল হয়ে ছুঁয়েছে আকাশের নীল।

হাজার বছরের লালিত সোনাঝরা স্বপ্নের প্রতিচ্ছবি
দরাজকণ্ঠে উচ্চারিত বঙ্গবন্ধুর জয়বাংলার স্বাধীন রবি।

মিছিলে শ্লোগানে কম্পিত বাংলার রাজপথ
বাউলের বজ্র নিনাদে বিপ্লবের সুরেলা শপথ।

মুক্তির শপথে লাঠি হাতে ঝলসে উঠে যত দেশ ভক্ত
রণাঙ্গনে ঝরিল লক্ষ মুক্তিযোদ্ধার শহীদি লাল রক্ত।

উদ্বাস্তু কোটি শরণার্থীর ব্যথিত অশ্রু ক্লেশ
ধর্ষিতার আহাজারিতে পাপিষ্ঠরা হল বিনষ্ট অবশেষ।

মেহনতি জনতার সিক্ত ঘামে ভিজে সোনালি আশ
কিষাণ কিষাণির কপোলে রৌদ্র পোঁড়া শ্রান্ত দীর্ঘশ্বাস।

স্বাধীনতার এপিঠে দেশপ্রেমের একি করুন চিত্র!
দূর্নীতি, নষ্ট রাজনীতির বরপুত্ররা হয়েছে আজ মিত্র।

নেতা হওয়ার আস্ফালনে চলছে গলাবাজি
কালোটাকার কুমিরেরা মেধাহীন পল্টিবাজদের
নিয়ে করে রঙবাজি।

না পাওয়ার বেদনায় ছাগলের ছোট্র
ছানারা বেহুঁশ মাতোয়ারা
দেশে বিদেশে গাঁজার আসরে
কাগুজে নৌকা তাদের ডিঙায় পাহাড়ের চূড়া।