বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে তিন যুক্তরাষ্ট্র প্রবাসী তিন সহোদর ছমির উদ্দিন, গিয়াস উদ্দিন ও নুরুল ইসলামের অর্থায়নে প্রায় ২৫০টি পরিবারকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বৃহত্তর দেউলগ্রাম, নাগপুর কটলিপাড়া ও কিছু নিকটাত্মীয়দের মাঝে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

দেশের সঙ্কটময় পরিস্থিতিতেও দেশের কথা কখনো ভুলে যাননি প্রবাসী বাংলাদেশিরা। সেই ধারাবাহিকতা রক্ষায় বর্তমান করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় হয়ে পড়ে গরীব ও মধ্যবিত্ত কিছু পরিবার। সাধ্যানুযায়ী যতটুকু তাদের পাশে দাঁড়ানো যায় সেই মহৎকর্মে এগিয়ে আসেন যুক্তরাষ্ট্রে ববসবাসরত এ তিন ভাই। মূলত দেশে অবস্থানরত ছোটভাই শামীম আহমেদের আহবানে তারা সাড়া দিয়েই এ কাজে অগ্রসর হন।

খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধা মুজাহিদুল ইসলাম, আব্দুল করিম, যুক্তরাষ্ট্র  প্রবাসী ফয়ছল আহমদ প্রমুখ। পরে খাদ্যসামগ্রী বরাবরের মতো এবারও মানুষের ঘরে ঘরে পৌছে দিতে সার্বিক সহযোগিতা করে দেউলগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-