বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল মাঠে গড়ানো প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে বয়স চুরির অভিযোগে দ্বিতীয় রাউন্ডে উঠেও বাদ পড়তে হলো মোল্লাপুর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ ফুটবল দল।টুর্নামেন্ট থেকে দলটি বাদ পরায় আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ২য় ম্যাচে দুবাগ ইউনিয়নের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে প্রথম রাউন্ডে ট্রাইব্রেকারে পরাজিত হওয়া মাথিউরা ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ একাদশ।

আজ রবিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার বৈঠকে মোল্লাপুর ইউনিয়নকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করে সংস্থার সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, ‘ বৈঠকে অভিযুক্ত মোল্লাপুর ইউনিয়নের বিরুদ্ধে মাথিউরা ইউনিয়নের দাখিলকৃত তথ্য ও প্রমানের ভিত্তিতে টুর্নামেন্ট থেকে তাদেরকে বাতিল ঘোষনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দুই ইউনিয়ন দল যদি একত্রে বসে আলোচনা সাপেক্ষে সমঝোতায় আসে তাহলে মোল্লাপুর ইউনিয়নকে খেলার সুযোগ দেয়া যেতে পারে।’

এ ব্যাপারে মোল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘আমরা উপজেলা ক্রীড়া যে সিদ্ধান্ত দিয়েছে তা মেনে নিয়েছি। তবে মাথিউরা ইউনিয়ন যদি সমঝোতার মাধ্যমে আমাদেরকে খেলার সুযোগ দেন তাহলে আমরা খেলবো।’

মোল্লাপুর ইউনিয়ন দলকে দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য সমঝোতার বিষয়ে জানতে চাইলে মাথিউরা ইউনিয়ন দলের টিম ম্যানেজার ইউপি সদস্য আবুল কালাম জানান, ‘মোল্লাপুর ইউনিয়নের পক্ষ থেকে সমঝোতায় বসার জন্য কোন আগ্রহমূলক বার্তা এখনো আসেনি। আর তাই আগামীকাল দ্বিতীয় রাউন্ডে দুবাগের প্রতিপক্ষ হিসেবে মাথিউরা ইউনিয়ন দল মুখোমুখি হবে।’

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ২য় ম্যাচে মোল্লাপুর ও মথিউরা ইউনিয়ন দল মুখোমুখি হয়। খেলায় ট্রাইব্রেকারে মাথিউরা ইউনিয়ন দলকে হারিয়ে দ্বিতীয় নিশ্চিত করে মোল্লাপুর ইউনিয়ন দল। তবে মোল্লাপুর ইউনিয়ন দলের বিপক্ষে অতিরিক্ত বয়সী পেশাদার দুজন খেলোয়াড়কে মাঠে ব্যবহার করার অভিযোগ তুলে মাথিউরা ইউনিয়ন ফুটবল দল। অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে আমলে নিয়েছিল উপজেলা ক্রীড়া সংস্থা। পরে মাথিউরা ইউনিয়ন তাদের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত তথ্য ও প্রমাণ দাখিল করে