প্রকাশ । ২৪ মার্চ ২০১৭।

বারবার তুমি রক্তে হয়েছো লাল
বুকের সমুদ্র তোমার- হয়েছে উত্তাল

তোমার পাললিক বুক বিদেশি শত্রুর পদতলে
-হয়েছে পিষ্ট!
আর করতে চেয়েছে তোমায়
বাগহীন- পোষমানা ভৃত্য!

রক্তরাঙা সেচে-
স্বাধীনতার ফসল ফলিয়েছে ত্রিশ লক্ষ
দু লক্ষ জায়া-তনয়া নিয়ে নগ্ন নবান্ন উৎসবে মেতেছিল
জমিদার, নায়েব ও গোমস্তারা!

আজও সেই মাঠে বিচরণ করছে- পামরী-গান্ধী পোকার দল

তবুও…
তোমায় নিয়ে স্বপ্ন দেখি-
হে দুঃখিনী জন্মভূমি, ঘুমিয়ে পড়না