দিনভর অবর্ণনীয় দুর্ভোগ শেষে বিকেলে স্থগিত করা হলো চলমান পরিবহন ধর্মঘট। পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে রোববার বিকেল ৫টার দিকে একদিনের জন্য ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

সেলিম আহমদ ফলিক জানান, প্রশাসনের আশ্বাসে আমরা আগামীকাল সোমবার বিকাল ৪ টা পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করেছি। সোমবার বিকেল ৪টায় বিভাগীয় কমিশনার আমাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে আমাদের দাবি পুরণে কোনো উদ্যোগ নেওয়া না হলে পুণরায় ধর্মঘট আহ্বান করা হবে।

সকাল থেকে পরিবহণ ধর্মঘটে মানুষের দুর্ভোগের পর বিকালে সিলেট মহানগর পুলিশের সম্মেলন কক্ষে পরিবহন শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

বৈঠক শেষে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, আমরা শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছি। আমাদের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। আগামীকাল বিকেলে এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের সাথে আবার বৈঠকে বসা হবে।

হঠাৎ করেই শনিবার সকালে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট বিভাগের সকল উপজেলায় ধর্মঘট পালন করেন শ্রমিকরা। জেলার সাথে যোগাযোগকৃত সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বিয়ানীবাজারে হঠাৎ পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে উপজেলার সকল সড়কের সাধারণ যাত্রীর অবর্ণীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।