বিয়ানীবাজারে এই সপ্তাহে বেশিরভাগ সবজির দাম বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। দু-এক ধরনের সবজি ছাড়া ৮০ টাকার নিচে কেজি মিলছেনা কোনটিরই। গত সপ্তাহে ৫০ টাকা কেজি দরের টমেটো এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বর্তমানে ৭০/৮০ টাকা কেজি দামের শসা গত সপ্তাহে মিলেছে ৪০ টাকায়। বেগুন, ঝিঙ্গা, গাজর পটলের দামের ফারাক একই ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের বাজারেও একই অবস্থা। পিয়াজ , আলু , রসুন, তৈল সবকিছুর দামই উর্দ্ধমূখী। খুচরা বাজারে পেয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, রসুন ৭৫ থেকে ৮০ টাকা আর আলু ৪০ টাকায়।

বিয়ানীবাজারে কেজিতে মাছ বিক্রির প্রচলন কম থাকায় আমদানী করা মাছ বিক্রি হচ্ছে চুক্তির ভিত্তিতে। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতার দাম কষাকষিতেই বেচাকেনা হলেও বিক্রেতাদের দাবী দাম কম। টানা কয়েকসপ্তাহ ধরে বাজারে দেখা মিলছে বড় ইলিশ। ১ থেকে ২ কেজির ইলিশ মিলছে ৮০০ থেকে ১৩০০ টাকার মধ্যে।

তবে দামের ব্যতিক্রম পোল্ট্রি বাজারে। ডিমের দাম হালিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, সাদা ব্রয়লারের কেজিতে কমেছে ৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত।