ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী রুপসী বাংলা বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছে বলে জানিয়েছেন বাসে থাকা বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোটারিয়ান সরওয়ার হোসেন সুমন। বাসে থাকা বেশীরভাগ যাত্রী বিয়ানীবাজার এবং বড়লেখা এলাকার।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল এলাকার অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে পু’লিশ স্থানীয় সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে আহতদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, শুক্রবার সকাল সাড়ে ১১টায় আহত সরওয়ার হোসেন সুমন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানীতে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা সরাইল থানা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আমি ও আমার ফ্যামিলি ছিলাম বাসে সবাই ইনজুরি তবে মেজর কোন ইনজুরি না। দেশ ও বিদেশে বড় ও ছোট বন্ধু আত্মীয়-স্বজন সবাই যোগাযোগ করেন। সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ বেঁচে রাখছে সবাই দোয়া করবেন।’