বিয়ানীবাজার সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী আব্দুল মোতালেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স (মেধাক্রম: ২০৭, মোট :১৬১.২৫) পেয়েছে।

মেধাবী শিক্ষার্থী আব্দুল মোতোলেব সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনার বাঁক গ্রামের মো: আব্দুল বাসার ও মোছা. শামছুন্নাহার এর পুত্র। স্বল্প আয়ের পরিবারের সাথে বিয়ানীবাজারে ভাড়া বাসায় বসবাস করে মোতারেব। তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া।

মোতালেব এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। তিনি বলেন, মেধার স্বাক্ষর বিয়ানীবাজার সরকারি কলেজে রেখেছে মোতালেব। তাঁর প্রমাণ দেশের সর্বোচ্চ বিদ্যাপীটের মেধা তালিকায় স্থান লাভ।