গোলাপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে আজির উদ্দিন (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় সত্তোর্ধ্ব ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে আজির উদ্দিন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে করোনা আতঙ্ক।

আজির উদ্দিনের এক প্রতিবেশি জানান, কয়েকদিন ধরে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। বুধবার সকলে হঠাৎ করেই নিজ বাড়িতে তিনি মারা যান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরী জানান, ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে রোগে আক্রান্ত হয়ে করোনা ভাইরাসের সবগুলো উপসর্গ নিয়েই আজির উদ্দিনের মৃত্যু হয়েছে। যে কারণে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে আজির উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান জানান, আজির উদ্দিনের নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-