আজ শনিবার ট্রাফিক সপ্তাহ শেষ হবে। গত রবিবার থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ শুরু হলেও বিয়ানীবাজারে হয়েছে গতকাল শুক্রবার। প্রথম দিনে ট্রাফিক পুলিশ ৩৯টি বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে।

পুলিশ জানায়, উপজেলার তিনটি পয়েন্টে ট্রাফিক পুলিশ সড়কে চলাচলকারি যানবাহনের গাড়ির কাগজপত্র সনাক্ত করে। এ সময় মোটর সাইকেল, অটোরিক্সা, প্রাইভেট কার ও ভ্যানগাড়িসহ ৩৯টি গাড়ি কাগজ না থাকায় মামলা দায়ের করে পুলিশ।

আটক ও মামলা দায়ের করা গাড়ির মধ্যে মোটর সাইকেলের সংখ্যাই বেশি। হাতে গোনা অটোরিক্সাসহ অন্য গাড়ির বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করেছে।

উপজেলার চারখাই, সুপাতলা ও বিয়ানীবাজার চন্দরপুর সড়কের নবাং-সুতারকান্দি সেতুতে পুলিশ গাড়ির কাগজপত্র তল্লাশি করে। যেসব গাড়ির কাগজ নেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বলেন, সবধরনের গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। কাগজ না থাকা, কাগজে অনিয়মসহ বিভিন্ন কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।