টস পক্ষে যায়নি টাইগারদের, তাতে বিচলিত হননি মাশরাফিরা। ব্যাট হাতে সৌম্য-সাকিবরা দারুণ মানসিক দৃঢ়তা দেখান। আবার ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকা ভালো শুরু করে। বোলিংয়ে টেম্পার হারালেই হয়তো ম্যাচ বেরিয়ে যেতো টাইগারদের হাত থেকে। কিন্তু বোলাররা দারুণ বোলিং করে আটকে দেয় প্রোটিয়াদের। ২১ রানের দুর্দান্ত জয়ে শুরু করল নিজেদের বিশ্বকাপ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে। শুরুতে রানের ভিত্তি গড়ে দেন তামিম এবং সৌম্য। ইনজুরি থেকে ফেরা বাঁ-হাতি ওপেনার তামিম ১৬ রানে ফিরে যান। সৌম্য খেলেন ৩০ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস। তারা দু’জন ফিরে গেলে সামান্য চাপে পড়ে বাংলাদেশ।

কিন্তু সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম ১৪২ রানের জুটি গড়ে বড় রানের পথে রচনা করেন। সাকিব খেলেন ৭৫ রানের দারুণ এক ইনিংস। এরপর মুশফিক ৭৮ রান করে ফিরে যান। শেষ দিকে মাহমুদুল্লাহ-মোসাদ্দেক দারুণ ব্যাটিং করে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তোলেন। মাহমুদুল্লাহ ৩৩ বলে ৪৬ রান করেন। মোসাদ্দেক করেন ২০ বলে ২৬ রান।