বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল জৈন্তা উপজেলায় রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থেকে চুরি যাওয়া দুইটি সিএনজি উদ্ধার করেছে। একই সাথে সিএনজি চুরির সাথে জড়িত ৪জনকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের জনৈক্য ব্যক্তির অটোরিক্সা (মৌলভীবাজার থ-১১-৭৫৭৫) প্রায় এক মাস পূর্বে চুরি যায়। পুলিশ অটোরিক্সা উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে এবং জৈন্তা থানা পুলিশের সহযোগিতায় দরবস্ত এলাকায় রাতভর সাড়াশি অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশন বিহীন অটোরিক্সাসহ দুইটি অটোরিক্সা উদ্ধার করে। এ সময় অটোরিক্সা চুরির সাথে জড়িত বিয়ানীবাজার উপজেলার পাতন বড়পাড়া এলাকার শামছুল ইসলাম (২৮), নয়াগ্রাম এলাকার সাইফুল ইসলাম (২০), জৈন্তা উপজেলার বারইকান্দি এলাকার মোঃ সফিক মিয়া (৩৬), এবং ডৌডিক এলাকার আব্দুস শুক্কুর (২২)কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেও জেল হাজতে প্রেরণ করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটককৃতরা অটোরিক্সা চোরচক্রের সদস্য। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ চক্রের অপর সদস্যদের গ্রেফতার করতে আরও অভিযান চালানো হবে।