প্রকাশ। ০৬ ফেব্রুয়ারি ২০১৭।

বাংলা মায়ের আঁচলে-
শুকুনের নখের আচড়, ক্ষত-বিক্ষত দাগ
কত শত আর্তনাদ আর কত দেখতে হবে

তথাকথিত সমাজে অবলার  আতর্নাদ-
আর কত শুনতে হবে

তনু, খাদিজা, ঝুমার কোমল শরিরে ক্ষত চিহ্ন
আজ মানবতা উপেক্ষিত
নিভৃতে কাঁদে বিচারের বাণী
পথে পথে মিছিলে আজ নেই সেই তেজ
শুধু চারদিকে করুণ আর্তনাদ।

শুকুনদের থাবা থেকে মুক্তি পেতে
মানববন্ধনের নামে বনিতা আর কত

সম্ভ্রম হারানোদের আতর্নাদ বাংলার আকাশে…
হে মানবতা, হে বিশ্ব বিবেক জেগে ওঠো