বাংলাদেশের মানসিক ভারসাম্যহীন মহিলা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান।

পরে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে ওই মহিলাকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জানা যায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে পূর্ণিমা মুন্ডা (২৬)।

প্রায় দুই বছর থেকে মানসিক রোগে ভোগছিল। গত ২৪ মে থেকে পূর্ণিমা নিখোঁজ ছিল। এবিষয়ে ২৮ মে জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করে তার পরিবার।

এদিকে ভারতের আসাম রাজ্যের আদমটিলা এলাকার বাসিন্দারা এক মহিলাকে সেখানে এলোপাতাড়ী ঘুরতে দেখে স্থানীয় পাথারকান্দি থানা পুলিশের কাছে তুলেদেন। পুলিশ জিজ্ঞাসাবাদে তার ঠিকানা সংগ্রহ করে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নিকট সমঝিয়ে দেয়। বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর সাথে যোগাযোগ করে পূর্ণিমার পরিচয় নিশ্চিত হয়। সে আলোকে মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বাংলাদেশের লাঠিটিলা সীমান্তে বিজিবি’র হাতে পূর্ণিমাকে হস্তান্তর করে বিএসএফ।

এ সময় বিজিবি’র পক্ষে ৫২ ব্যাটালিয়নের জুড়ী ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম ও বিএসএফ-এর পক্ষে ১৩৬ ব্যাটালিয়নের লাঠিটিলা ক্যাম্পের পরিদর্শক মনোজ কুমার উপস্থিত ছিলেন।