জুড়ির উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে করা হতো করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কার্যক্রম। পরে সেটি বন্ধ করে দেয়া হয়। বিভিন্ন কম্পিউটার দোকানে টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহ করে দেয়া হয়।

এ অবস্থায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তাপস দাস। বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ জুলাই) সকালে জুড়ী কলেজ রোডে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান সুমন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগকর্মী সাগর দাস, শেখর দাস, এনাম উদ্দিন, সাইফ উদ্দিন, সজীব দে, অরূপ দাস, শাওন দে, রাহুল পাল প্রমুখ।

এক প্রতিক্রিয়ায় তাপস দাস বলেন, মানুষের কল্যাণে আমার এ ক্ষুদ্র প্রয়াস। প্রথম দিন রাত ৯ টা পর্যন্ত ৫৭ জন রেজিস্ট্রেশন করেছেন। এ কার্যক্রম চলমান থাকবে।

স্মাইল ফাউন্ডেশনের ঈদ উপহার ঘুঙ্গাদিয়া গ্রামের অসচ্ছলদের ঘরে ঘরে