মৌলভীবাজারের জুড়ী থানার দুই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। আআক্রান্ত দুই পুলিশের সদস্যদের মধ্যে একজনের (২৭) বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় এবং অপরজনের (২৬) বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, গত ২৬ এপ্রিল ওই দুই পুলিশ সদস্যসহ সন্দেহজনক কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় এর মধ্যে দুই জন করোনা পজিটিভ। এরা দু’জনই জুড়ী থানার পুলিশ সদস্য।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ায় ওই দুইজন স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য দিয়েছিল। তবে তাদের শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ওরা থানা এলাকার বাহিরে কোথাও যায়নি। এরা নিয়মিত ডিউটি করত। ধারণা করা হচ্ছে-জুড়ীতে আরও করোনা পজিটিভ থাকতে পারে।

তথ্যসূত্র- লাতু এক্সপ্রেস।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-