সিলেট শিক্ষাবোর্ডর অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিয়ানীবাজার উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩২২১ জন। এবার পাশের হার দাঁড়িয়েছে ৮৩.৫৩।  জিপিএ-৫ পেয়েছে ৬৩জন। এদিকে বরাবরের মতো এবারও চমক দেখিয়েছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন। এ শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭জন শিক্ষার্থীর মধ্যে ২৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে আবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

জিপিএ-৫ প্রাপ্ত অন্য বিদ্যালয়গুলো হচ্ছে- আজাদ চৌধুরী একাডেমি ৯টি, পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪টি, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় ৪টি, ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ৩টি, দুবাগ আইডিয়াল একাডেমি ৩টি, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় ২টি, বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ২টি, লাউতা উচ্চ বিদ্যালয় ২টি এবং ১টি করে জিপিএ-৫ পেয়েছে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়, দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয়, নালবহর উচ্চ বিদ্যালয়, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, দাসউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, পঞ্চখন্ড আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়, চারখাই উচ্চ বিদ্যালয় ও জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৩৬ জন। এবার মাদ্রাসায় পাশের হার ৬২.৬৮। উপজেলার মধ্যে একমাত্র বিয়ানীবাজার কামিল মাদ্রাসার ২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডর অধীনে উপজেলার একমাত্র ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৫১জন অংশ নিয়ে পাশ করেছে ৪৩জন। পাশের হার দাঁড়িয়েছে ৮৪.৩১। তবে এবার কোন জিপিএ-৫ আসেনি।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-