জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিয়ানীবাজারের সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী মো. রহমান সায়েম।

যুক্তরাষ্ট্রের অধিবাসী প্রকৌশলী মো. রহমান সায়েম সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে দীর্ঘদিন থেকে যুক্ত রয়েছেন। রাজনৈতিক সচেতন প্রকৌশলী রহমান সায়েম প্রবাসীদের বিভিন্ন দাবি আদায় এবং কমিউনিটির বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ তাকে জাসাস’র কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়া হয়েছে।

উল্লেখ্য, ড. মামুন আহমেদকে সভাপতি এবং হেলাল খানকে সাধারণ সম্পাদক করে ১৮৪ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদন করেছেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে ২৩ জনকে মনোনীত করা হয়েছে। কমিটির মেয়াদ দেয়া হয়েছে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত।