বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে পুনর্নির্বাচনে জাল ভোট দেয়ার সময় তিন মহিলাকে আটক করা হয়। আজ সোমবার সকাল ১০টায় একজন এবং বিকাল ৩টার দিকে দুইজনকে আটক করেন নির্বাচন সংশ্লিষ্টরা। তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সকাল ১০টার দিকে জাল ভোট দিতে এসে আটক হন সুফিয়া বেগম। তাকে ভ্রাম্যমান আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হোসাইন মো. হাই জকি ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন। তার স্বজনরা দুপুর আড়াইটায় টাকা প্রদান করে তাকে ছাড়িয়ে নেন। বিকাল ৩টার দিকে জাল ভোট দিতে এসে এক সাথে আটক পড়েন রহিমা বেগম ও ফাতিমা বেগম। তাদের ভ্রাম্যমান আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

প্রিসাইডিং অফিসার আনোয়ারুল হক বলেন, ছবির সাথে মিলিয়ে তারপর ভোট দেয়ার অনুমতি প্রদান করা হয়। যারাই জাল ভোট দিতে এসেছে তাদের আটক করা হয়েছে। খুব শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।