বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসায় আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কাওমিয়া বংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০১৭, ১৮ ও ১৯ সালের ফাইনাল পরীক্ষায় মুমতাজ ও সিরিয়ালপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় মাদরাসার নতুন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মাদরাসার মুহতামিম শায়খ জিয়া উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কাওমিয়া বংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাঈল, আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কাওমিয়া বংলাদেশের দফতর সম্পাদক মাওলানা ওসিউর রহমান, লেখক ও গবেষক মুসা আল হাফিজ।

মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, মাওলানা বিলাল আহমদ ইমরান ও হাফিজ মাওলানা ফরহাদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল খালিক কাসিমী, মাওলানা জমির উদ্দীন, হাজি হোসেন আহমদ, মাস্টার জামাল উদ্দীন, মাস্টার জিয়াউল ইসলাম, হাজি আব্দুল্লাহ, মাওলানা আব্দশ শাকুর।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা সালেহ আহমদ সালিক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সৈয়দ আব্দুর রহমান, মাওলানা কামাল উদ্দীন, মুফতি আবু ইউসুফ, মাওলানা তোফায়েল আহমদ, হাফিজ মারুফুল হাসান, মাওলানা সাহেদ আহমদ, মো. রাজু আলম, জুবের আহমদ, মাওলানা আব্দুল মান্নান, রুহুল আলম, আব্দু রউফ, নাজিম উদ্দীন নাইস উদ্দীন মাওলানা রায়হান আহমদ, হাফিজ আব্দুল্লাহ, আবুল কালাম প্রমুখ।

সভায় আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কাওমিয়া বংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০১৭, ১৮ ও ১৯ সালের ফাইনাল পরীক্ষায় সিরিয়ালপ্রাপ্ত ৪ জনসহ মোট ২৪জন মুমতাজপ্রাপ্তকে সংবর্ধনা দেয়া হয়। সভার শেষলগ্নে এলাকাবাসীর সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মাদরাসার মুহতামিম শায়খ জিয়া উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।