বেশ কিছুদিন ধরেই রেকর্ডটি তাঁর ছিল। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন আব্দুর রাজ্জাক। তবে রাজ্জাকের ছোঁয়ার আগেই নিজের রেকর্ডটি আরেকটু সমৃদ্ধ করলেন এনামুল হক জুনিয়র।

সিলেটের এই স্পিনার বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট শিকারি।

চলমান জাতীয় লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে শনিবার ৭৭ রানে ৫ উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র। এ নিয়ে ইনিংসে তাঁর ৫ উইকেট শিকারের সংখ্যা দাঁড়িয়েে ৩১-এ। ২৯ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।

এদিকে, চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয় সিলেট। ৬ উইকেট ২৪১ রান নিয়ে দিন শুরু করেছিল সিলেট। ৪৬ রান করে ফিরে যান এজাজ আহমেদ। দশে নেমে আবু জায়েদ চৌধুরী করেন ২৭ রান। শেষ ব্যাটসম্যান সৈয়দ খালেদ আহমেদের ব্যাট থেকে আসে ১৩ বলে ২০।

জবাবে ঢাকা মেট্রো দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ২৩১ রান নিয়ে। প্রথম ওভারেই তারা সৈকত আলিকে হারায়। আগের ম্যাচে ৬৪ বলে সেঞ্চুরি করা শামসুর রহমান ফিরে যান ৩১ রানে। মার্শাল আইয়ুব ও মোহাম্মদ আশরাফুল টানেন দলকে। তবে ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান করা আশরাফুলকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন এনামুল। ব্যক্তিগত ৯৮ রানে এনামুলের শিকার হয়ে ফিরে যান মার্শাল আইয়ুব।