বিয়ানীবাজার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, গীতা পাঠ, গীতি আলেখ্য,সংগীত প্রতিযোগিতা সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে রবিবার (২ সেপ্টেম্বর) সকালে দাসগ্রামের কালাচাঁদ মিলন মন্দির প্রাঙ্গণে পঞ্চখন্ড রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বিরাজ কান্তি দেবের সভাপতিত্বে ও বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক সজীব ভট্টাচার্যের পরিচালনায় শোভাযাত্রা পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/09/fita-jj.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/09/fita-jj.jpg” caption=” বিয়ানীবাজারে আনুষ্ঠানিকভাবে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন “]

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল,শ্রীবাস অঙ্গনের অধ্যক্ষ সিদ্ধগৌর দাস,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহন প্রমুখ।

আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি কালাচাঁদ মিলন মন্দির থেকে শ্রীবাস অঙ্গন হয়ে বাসুদেব বাড়ী প্রাঙ্গণে শেষ হয়।

শোভাযাত্রায় প্রচুর ভক্তের সমাগম ঘটে। সুন্দর ও স্বার্থক ভাবে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হওয়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক সাধন দত্ত ও সদস্য সচিব সঞ্জয় পাল সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।