সদালাপি একজন ‘জনতার জব্বার’কে শেষ বিদায় জানাতে এমসি একাডেমী মাঠে হাজার হাজার মানুষ জড়ো হন। শোকাহত মানুষের অশ্রুসিক্ত শেষ বিদায় শেষে রণকেলীর বড়বাড়ি জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয় পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীকে।

আজ শনিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ এমিসি একাডেমী মাঠে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছরওয়ার হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আফছার আজিজ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী। সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, গোলাপগঞ্জের সাবেক পৌর মেয়র জাকারিয়া হোসেন পাপলু, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর প্রমুখ।

জানাযায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, ওসি (অপারেশন) দেলওয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী ইসমাইল আলী, সেক্রেটারি মিন্টু রায়, নিউজ পোর্টাল “সিলেট প্রতিদিন ২৪” এর সম্পাদক সাজলু লস্কর, পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগির খান ছামিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আম্বিয়া, সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ প্রমুখ।

১৯৪৯ সালে ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া সিরাজুল জব্বার চৌধুরী ছিলেন উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মরহুম আব্দুল জব্বার চৌধুরী ও মরহুমা নজিবা খাতুন চৌধুরীর একমাত্র সন্তান। ২৩মে থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হন তিনি। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৯ বছর। তিনি ২ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।