বিয়ানীবাজারের আবু জাকারিয়া সানি ও শেখ মুযযাম্মিল হোসেন নামের দুজন ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।

আবু জাকারিয়া সানি পৌরশহরের খাসা গ্রামের নজরুল ইসলাম ও রহিমা বেগমের ছেলে। বিয়ানীবাজার সরকারি কলেজের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সানি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৮৬.৯ পয়েন্ট পেয়ে মেধা তালিকায় ১৯নং স্থানে থেকে আর্টস বিভাগে চান্স পেয়েছে সে।

সানির স্বপ্ন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীনের মতো উচ্চ শিক্ষিত ও সৃজনশীল শিল্পী হয়ে এ দেশের জন্যে আত্মনিয়োগ করা।

অন্যদিকে, শেখ মুযযাম্মিল হোসেন উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের বাসিন্দা, বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত মাওলানা ফখর উদ্দিন আহমদ ও জাহানারা বেগমের ছেলে। উপজেলার দাসউরা সিনিয়র আলিম থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয় মুযাম্মিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৬১.৩ পয়েন্ট পেয়ে মেধা তালিকায় ৮১৬নং স্থানে থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে চান্স পেয়েছে সে।

মুযাম্মিলের স্বপ্ন একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া।