জকিগঞ্জ যাত্রী ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজনিতিবীদ বুরহান উদ্দিন মুক্তা। রাজনিতিবীদ এম আজমল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জকিগঞ্জ যাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক কাজী হিফজুর রহমান, সদস্য সচিব এম আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাসিম আহমদ, যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন মুক্তা, যুগ্ম আহ্বায়ক মাওলানা আলাউদ্দিন তাপাদার, যুগ্ম আহ্বায়ক মাওলানা কুতবুল আলম, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক মাওলানা কে এম মামুন, যুগ্ম আহ্বায়ক হাসান আহমদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক মুন্না।

যুগ্ম সদস্য সচিব হলেন- মাসুম আহমদ, যুগ্ম সদস্য সচিব মাওলানা খায়রুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব রাজশ বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব আব্দুল মতিন মেম্বার, যুগ্ম সদস্য সচিব মাওলানা জামিল আহমদ, যুগ্ম সদস্য সচিব মো. আল আমিন, যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল আহাদ।

সদস্যরা হচ্ছেন- সোহাইল আহমদ, আব্দুস সাত্তার, ডা. কয়েছ আহমদ চৌধুরী, মাজেদ আহমদ, জুমেল আহমদ, হোসেন আহমদ, জুবায়ের আহমদ, শাহাবুদ্দীন সাবু, তারেক আহমদ, আহমদ আল মনজুর, মাওলানা আবুল কালাম আজাদ, হুসেন আহমেদ বছল, পারভেজ আহমদ ও মাহতাব আহমদ।