পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে মেলায় জকিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে উপস্থাপন করে নানা প্রদর্শনী। এসময় স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাস, অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরসহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ।

পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী প্রমূখ।

এসময় বক্তারা বলেন- বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে পরিবেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনুপ্রেরিত করে প্রতিভা বিকাশের সুযোগ তৈরীতে সকলকে মনোযোগী হতে হবে।