হৃদরোগ, স্ট্রোক, ডায়বেটিস, ক্যান্সারের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শরীরচর্চা, কায়িক পরিশ্রম ও হাটার পরিবেশ নিশ্চিতে জকিগঞ্জ পৌরসভা কার্যকর উদ্যোগ নিতে ‘সেন্টার ফর ল এ্যান্ড পলিসি এ্যাফেয়ার্স ও সিটিজেন নেটওয়ার্কের পক্ষে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)’ স্মারকলিপি দিয়েছেন।

রবিবার দুপুরে এসডিএস নেতৃবৃন্দ জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদের কাছে এ স্মারকলিপি দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএসের চেয়ারপার্সন অপূর্ব পাল, নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, জুবায়ের আহমদসহ ২৭ সদস্যের প্রতিনিধি দল।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ অসংক্রামক রোগ কমিয়ে আনতে শহরের পুরাতন লঞ্চঘাটের পশ্চিম পাশে ওয়াকওয়ে নির্মাণ, কেছরী জামে মসজিদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, এমএ হক চত্ত¡র থেকে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, শহরের ফুটপাতসমুহ দখলমুক্ত করাসহ বিভিন্ন সুপারিশ জানিয়ে উল্লেখ করেন, বর্তমান সময়ে অতিরিক্ত স্থুলতা, ওজন এবং অপুষ্টি এসবই অসংক্রামক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডায়াবেটিস, সিওপিডি, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলো দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ। বাংলাদেশে এখন মোট মৃত্যুর ৬৭% অসংক্রামক রোগজনিত রোগের কারণ।

অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের অভ্যাস, তাজা শাক-সবজি-ফল-মূল কম খাওয়া, শরীরচর্চা, ব্যায়াম বা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, মাদক সেবন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার, পরিবেশ দূষণ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ। নাগরিকদের সুস্থ রাখতে এবং অসংক্রামক রোগ কমিয়ে আনতে সুপারিশসমুহ মূল্যায়ন করার দাবী জানান।