জকিগঞ্জ উপজেলার রসুলপুরে কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার রসুলপুর গৌছআলী প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করেছে এলাকাবাসী।যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জকিগঞ্জ সোসাইটি অব ইউ.ইস.এ ইন্ক এর সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরীর উদ্যোগে ৭বছর থেকে বন্ধ থাকা স্কুলটি নতুনভাবে যাত্রা শুরু করছে।

পাঁচ গ্রামের কয়েক হাজার শিক্ষার্থীর দূরবর্তী প্রতিষ্ঠানে পায়ে হেঁটে যাতায়াতের কষ্ট লাঘবে স্কুল প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ.কে.এম লোকমান চৌধুরী। জুনেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, প্রবীণ মুরব্বী আব্দুল খালিক, জকিগঞ্জ কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, অরবিন্দ বর্ম্মণ বিন্দু, এবাদুল হক চৌধুরী, নুরুল আমিন চৌধুরী রিলন, শিক্ষক কামাল আহমদ, কামাল আহমদ চৌধুরী, নুরুল হক চৌধুরী, শরিফ চৌধুরী, বোরহান চৌধুরী, আহবাব আহমদ চৌধুরী, ময়নুল ইসলাম চৌধুরী আব্বাস, রাহাত নেওয়াজ চৌধুরী, ইবরাহিম চৌধুরী কায়কোবাদ, আফিফ জিল্লুল আহাদ, আমিনুল হক চৌধুরী রাদু, আবুল হাসান চৌধুরী, রেদ্বওয়ান আহমদ চৌধুরী, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ, স্টাফ রিপোর্টার আহমদ হোসাইন আইমান, জুয়েল মাহমুদ, জাকির হুসেন, সজল আহমদ চৌধুরী, এলাহী লস্কর নাঈম, ফজলুল করিম চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন- দুর্গম এলাকাটিতে স্কুল নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সমসাময়িক এ উদ্যোগটি গ্রহণ করায় ইফজাল চৌধুরীর প্রশংসাও করেন তারা।

এদিকে ইফজাল চৌধুরী জানিয়েছেন- ইতোমধ্যে স্কুলের জন্য বর্ধিত জমি ক্র‍য়সহ পুরাতন ভবন সংস্কার এবং ক্লাসরুম পাঠদানের উপযুক্ত করার সব কাজ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে স্কুল চালু করার সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০১২সালে আর্থিক সংকটে পড়ে জালালাবাদ একাডেমির সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা দূরবর্তী প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে হয়। এই বিষয়গুলো বিবেচনা করেই পুনরায় নতুনরুপে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে।

বিয়ানীবাজার প্রেসক্লাব নির্বাচন : সভাপতি সজীব, সম্পাদক মিলাদ নির্বাচিত