নগরীর ফরহাদ খাঁ পুলে ১০ লাখ টাকা ছিনতাইর ঘটনার সাথে জড়িত থাকায় ঢাকা ডিএমপি’র কনস্টেবল অসীম দেবকে (২৫) গ্রেফতার করেছে এসএমপি পুলিশ। সোমবার (০১ মে) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ থানা পুলিশের একটি দল শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অসীম দেবের বাড়ি শ্রীমঙ্গলে।

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত টেন্ডার শাহিনসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান- ১০ লাখ টাকা ছিনতাইর ঘটনায় টেন্ডার শাহিন, সোয়েব ও শামীমকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে শাহজালাল উপশহর থেকে ঢাকা ডিএমপি’র কনস্টেবল অসীম দেবকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন- কনস্টেবল অসীম দেব ছুটি কাটানোর সময় সিলেট নগরীতে এসে অন্যান্য ছিনতাইকারীদের সাথে ওই ছিনতাইর ঘটনার সময় অংশ নেন।

তিনি আরও বলেন- মঙ্গলবার (গতকাল) পুলিশ গ্রেফতারকৃত অসীম দেবকে সিলেটের প্রথম আদালতের বিচারক মো. মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে হাজির করা হয়। এ সময় সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।