বিয়ানীবাজার নিউজ ২৪। ৩০ মার্চ ২০১৭।

বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত টানা চৈত্রবর্ষণে বিয়ানীবাজারের খাণ, নালা, পুকুর ভরে গেছে। তলিয়ে গেছে নিম্ন এলাকার হাওরের বোরো ধান। অতিবৃষ্টিতে মাঠ-ঘাটের বেশ কিছু এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বিয়ানীবাজার পৌরশহরসহ বেশ কিছু এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে।

চৈত্রবর্ষণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান প্রান্তিক কৃষক আব্দুল জলিল। মাথিউরা খলাগ্রামের এ কৃষক বলেন, গ্রামের পশ্চিম হাওরের নিম্ন এলাকার বোরো ধান তলিয়ে গেছে। আজ আর বৃষ্টি হলে অবশিষ্ট জমির ধানও তলিয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, আজ আর বৃষ্টি না হলেও তেমন ক্ষতি হবে না। এ পর্যন্ত নিম্ন এলাকার প্রায় ৩০ একর বোরো জমি তলিয়ে গেছে। এখন ধানের শীষ এসেছে। এ অবস্থা পানি দ্রুত নেমে না গেলে ক্ষতির পরিমান আরও বাড়বে।