গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের আলাল দিপা বাগিরঘাট ফাউন্ডেশনের আয়োজনে এলাকার দুঃস্থ ও অসহায় প্রায় দুই শত পরিবারের মধ্যে উপহার হিসাবে ঈদ সামগ্রি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে এ ঈদ উপহার সামগ্রী ও শীতবস্ত্র ফাউন্ডেশনের বাঘিরঘাট গ্রামের স্থায়ী কার্যালয়ে বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও আলাল দিপা বাগিরঘাট ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে গ্রামের প্রবীন মুরব্বি ইসলাম মিয়ার সভাপতিত্বে ও সংগঠক গুলসান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বুধবারি বাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন গ্রামের প্রবীন মুরব্বি মাখন উদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য লকুছ উদ্দিন, বাবুল মিয়া, লেইছ মিয়া সহ আরও অনেকে।

বাঘিরঘাট এলাকার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে আলাল দিপা বাগিরঘাট ফাউন্ডেশণের ঈদ উপহার বিতরণে আর্থিকভাবে সহযোগিতা করেন তানিশা টেক্স এন্ড নোটারি সার্ভিসেস, ফরিদ, ফারিয়া, সাজেদা, ফারিজা মোহাম্মদ, সাইফ মোহাম্মদ, কাইয়ুম মোহাম্মদ ফ্যামিলি, ইকবাল আহমেদ, বিলকিস বেগম, ইফাজ এন্ড ইসফার ফ্যামিলি, জসিম উদ্দিন, হালিমাতুস সাদিয়া হানিফা, মকসিন এবং মুহিত ফ্যামিলি। ফাউন্ডশন ও অর্থদাতা পরিবারের ধারাবাহিক এমন মহতী কার্যক্রমের প্রশংসা করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।
সবার সহযোগিতায় এলাকার দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে আলাল দিপা বাগিরঘাট ফাউন্ডেশনের দায়িত্বশীলরা বলেন, এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে ফাউন্ডেশন কাজ করছে।
আলাল দিপা বাগিরঘাট ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিপন আহমদ, আনিন সিদ্দিক,সুলতান আহমদ, সামাদ আহমদ।