গোলাপগঞ্জ উপজেলা সদর ইউপির ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ অনুষ্ঠিত হহচ্ছে। নির্বাচনের তফশীল ঘোষণার পূর্ব থেকেই প্রার্থীরা ভোটারদের ধারে ধারে প্রার্থনার ফলাফল আজই নির্ধারণ হবে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনকে ঘিরে প্রায় মাসখানেক থেকে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন সদস্য প্রার্থীরা। সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও স্থানীয় চৌঘরী বাজার ছেঁয়ে গেছে প্রার্থীদের পোষ্টার, ফেস্টুন-ব্যানারে। প্রচারণায় ব্যবহার করা হচ্ছে লিফলেট ও মিনি কার্ড। শেষ সময়ের বিরামহীন ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

জানা যায়, ১নং ওয়ার্ডে মোট ভোট রয়েছেন ১ হাজার ৩শত ৫০জন। এ উপ-নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন পদপ্রার্থী। তারা হচ্ছেন- ফারুক আহমদ (মুরগী প্রতীক), হাজী আব্দুর রাজ্জাক (টিউবওয়েল), অলি আহমদ বাদল ( ফুটবল), ইয়াকুব শরিফ (ক্রিকেট ব্যাট) ও খন্দকার হেলাল আহমদ (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। ভোটারদের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। প্রায় মাসখানেক থেকেই নির্বাচনের আমেজ বিরাজ করছে সদর ইউনিয়ন জুরে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত পছন্দদের প্রার্থীকে ভোটদান করছেন ভোটাররা। এ নিয়ে ভোটারদের মধ্যেও এক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। চৌঘরী বাজার গভীর রাত পর্যন্ত স্থানীয় লোকদের পদচারণায় ব্যস্ত রয়েছে। টি-স্টল গুলোতে ভির পড়েছে স্থানীয় জনগণের। কেন্দ্র হিসাবে চৌঘরী-গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে র্নিধারণ করা হয়েছে। এ উপ-নির্বাচনে প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা পরিসংখ্যান কর্মকতা আজিজুল ইসলাম।
উল্লেখ্য, গত নির্বচনের পর ১নং ওয়ার্ডের টানা ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য মরহুম আব্দুস সবুর ইন্তেকাল করেন। মরহুম আব্দুস সবুরের ইন্তেকালের প্রায় ৪/৫ মাস পর এ উপ-নির্বাচনের ঘোষণা দেয়া।