গোলাপগঞ্জে পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানসহ আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩৫ জনে দাঁড়ালো। এরমধ্যে ৩ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে শুধু পৌর এলাকায় করোনা রোগীর সংখ্যা ২৩ জন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে পৌর এলাকার টিকরবাড়ির গ্রামের বাসিন্দা, পৌর কাউন্সিলর রহিন আহমদ খান, গোলাপগঞ্জ উত্তর বাজারের সুরমা কমপ্লেক্সের ৫১ বছর ও ৭৪ বছরের দুই বৃদ্ধ এবং আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের ১৮ বছরের এক তরুণ রয়েছেন। আমনিয়া গ্রামের ওই তরুণ ঢাকা ফেরত ছিল এবং বাকি ৩ জন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন বলে জানান তিনি।

এদিকে রাতে আমুড়া ইউনিয়নের তরুণের বাড়ি লকডাউন করা হবে। কিন্তু পৌর এলাকার ৩ করোনা রোগীর বাড়ি আগে থেকে লকডাউন রয়েছে জানা যায়।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-