গোলাপগঞ্জের পৌর এলাকার স্বরসতী গ্রামে সাংবাদিক খালেদ হোসেন পক্ষ থেকে ৫ শতাধিক মাস্ক বিতরন, মসজিদ, দোকানপাট, যানবাহন ও এলাকায় জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে। শুক্রবার  বাদ জুম্মা গ্রামের মানুষকে সচেতন করার লক্ষ্যে এ মাস্ক বিতরণ করা হয়।

নভেল করোনা ভাইরাস থেকে বাচঁতে এলাকার কয়েকজন তরুণকে সাথে নিয়ে বাড়ী বাড়ী গিয়ে মাস্ক বিতরণ ও জীবাণু স্প্রে প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতনের জন্য কাজ করা হয়।

মাস্ক বিতরণকালে সাংবাদিক খালেদ হোসেন বলেন, নভের করোনা ভাইরাসকে কেন্দ্র করে উপজেলা প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে। মাস্ক, সাবান, খাবার বিতরণের পাশাপাশি জীবণুনাশক স্প্রে প্রয়োগ করা হচ্ছে। তবে পৌর এলাকার স্বরসতী গ্রামের কেউ এমন উদ্যোগ গ্রহন করেনি। অনেকেই এখনো করোনা সম্পর্কে ভালো করে জানেন না। তাই এলাকার সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যে এমন উদ্যোগে নেয়া হয়। তিনি এ সময় এলাকার সবাইকে ধন্যবাদ জানান।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-