গোলাপগঞ্জে ভাদেশ্বরের মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার মূল ফটকের সামনে গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে যেকোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া অভিযোগে বলা হয়, মীরগঞ্জ ফতেহপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ছয়েফ উদ্দিন ও মীরগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার আরিফ বিল্লাহ মাদ্রাসার সম্মুখে গরুর বাজার বসানোর চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগটি দাখিল করেন মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও মীরগঞ্জ বণিক সমিতির সদস্য মো. মঈন উদ্দিন।

অভিযোগের ব্যাপারে মো. মঈন উদ্দিন জানান, এলাকাবাসী এখানে গরুর বাজার না বসানোর জন্য নিষেধ করলে অভিযুক্তরা আমাদের প্রাণনাশের হুমকি দেয়।

ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান জানান, বিগত সময় মাদ্রাসার উন্নয়নের স্বার্থে সরকারি নিয়ম মেনেই গরুর হাট পরিচালিত হয়েছিল কিন্তু হাট পরিচালনাকারীদের পক্ষ থকে সঠিক হিসাব না দেওয়ায় এবার এলাকার লোকজন হাট বসাতে বাধা দিচ্ছে।

মীরগঞ্জ বাজার বণিক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, বর্তমান সুপার মাদ্রাসার টাকা আত্মসাৎ করায় এখানে হাট বসাতে বাধা দিচ্ছে এলাকার সচেতন মহল।

এ ব্যাপারে মীরগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার আরিফ বিল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশে বর্তমানে উক্ত স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাছাড়া পুলিশি টহল জোরদার রয়েছে।